সামনে দুইটা মেগা সার্কুলার আসতে যাচ্ছে। প্রাইমারি সহকারী শিক্ষক VS ১৯তম নিবন্ধন।

 সামনে দুইটা মেগা সার্কুলার আসতে যাচ্ছে।
প্রাইমারি সহকারী শিক্ষক VS ১৯তম নিবন্ধন।


** আবেদনের বয়সসীমা- ৩২ বছর।

মেধা - ৯৩%,কোটা থাকবে মাত্র- ৭%!!


প্রাইমারি-প্রিলি নাম্বার - ৭৫।

বাংলা -২০,ইংরেজি -২০,গণিত -২০,সাধারণ জ্ঞান-১৫,ভাইভা নাম্বার -২৫।


📌বি. দ্র. কোন লিখিত পরীক্ষা নেই। (প্রিলি+ ভাইভা)।


১৯তম শিক্ষক নিবন্ধন (NTRCA)-

প্রিলি-১০০,সাবজেক্টিব লিখিত ১০০,ভাইভা ২০।


প্রাইমারি ও নিবন্ধন হাইস্কুলের জন্য শিক্ষাগত যোগ্যতা:-

✅৩ বছর মেয়াদী স্নাতক/ ফাজিল অথবা 

✅৪ বছর মেয়াদী স্নাতক ( সম্মান) / ফাজিল (অনার্স)।


** গ্রেড পয়েন্ট:-

★ ৪ স্কেলে ন্যূনতম ২.২৫ 

★ ৫ স্কেলে ২.৮ সিজিপিএ থাকতে হবে।


**পরীক্ষার স্থান:-

প্রাইমারি-প্রিলি- প্রতিটি জেলা শহরে।

ভাইভা- ডিসি অফিসে অনুষ্ঠিত হয়।

ভাইভা বোর্ডে উপস্থিত থাকেন ডিসি স্যার বা এনডিসি স্যার এবং সাথে অন্য দুইজন সদস্য।


নিবন্ধন- প্রিলি প্রতি জেলা শহরে।

লিখিত সবার বিভাগীয় শহরে।

ভাইভা NTRCA অফিসে।


**পোস্টিং:- 

প্রাইমারি- পরীক্ষায় উত্তীর্ণ হলে পোস্টিং হবে আবেদনকারীর নিজ উপজেলার যেকোনো প্রাইমারি স্কুলে।

নিবন্ধন-সারা বাংলাদেশে যেকোন মাধ্যমিক বিদ্যালয়ে।


**বেতন ভাতা ও অন্যান্য সুবিধা:-

প্রাইমারি-শুরুতেই তাঁদের বেতন হবে ১৩তম গ্রেডে (১১,০০০-২৬,৫৯০ টাকা)। মূল বেতন ১১ হাজার টাকা। এর সঙ্গে বাড়িভাড়া, চিকিৎসা ভাতা, টিফিন ভাতা ও যাতায়াত ভাতা রয়েছে।

সবমিলিয়ে ১৭,৯৫০ টাকা।সাথে নিজের বাড়িতে পরিবারের সাথে থেকে চাকরি করার সুযোগ।


নিবন্ধন- শুরুতেই ১১তম গ্রুেড বেতন হবে ১২,৫০০টাকা,বাড়ি ভাড়ি ১০০০,চিকিৎসা ভাতা ৫০০।সবমিলিয়ে ১৪,০০০ টাকা। তবে ৫ বছর সময় দিবে বিএড কোর্স করলে বেতন হবে ১০ম গ্রেড।সব মিলিয়ে ১৭,৫০০ টাকা।


সর্বশেষ প্রাইমারি (সরকারি) - এককালীন+অবসরের পর মাসিক অর্ধেক বেতন।

নিবন্ধন (MPOভুক্ত) - এককালীন আছে।(তবে অবসরের পর মাসিক বেতন নাই)।


আপডেট পেতে Follow: শিক্ষক নিবন্ধন তথ্য কেন্দ্র

0 মন্তব্যসমূহ

Thanks

একটি মন্তব্য পোস্ট করুন

Thanks

Post a Comment (0)

নবীনতর পূর্বতন