🔥জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাময়িক সনদ/মার্কশীট/ট্রান্সক্রিপ্ট উত্তোলনের অনলাইন আবেদন প্রক্রিয়াঃ
🔷দুই উপায়ে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে কাগজপত্র উত্তোলন করা যাবে।
💸সাময়িক সনদ ফি ৩০০, মার্কশীট ৩০০, ট্রান্সক্রিপ্ট ৭০০
১/ কলেজের মাধ্যমেঃ আপনার কলেজে যোগাযোগ করে যদি দায়িত্ব নেয় তাহলে, নির্ধারিত ফি এর সাথে বাড়তি টাকা(দেড় থেকে দুই হাজার) যুক্ত করে, আপনার ডকুমেন্টস কলেজকে দিয়ে আসবেন। কলেজ জাতীয় থেকে কাগজপত্র এনে দিবে, তুলে নিতে পারবেন।
২/ নিজে আবেদন করেঃ সেক্ষেত্রে প্রয়োজনীয় কাগজপত্র-
◾সংশ্লিষ্ট কলেজ অধ্যক্ষের সুপারিশসহ আবেদন পত্র (নির্ধারিত ফরমে নির্দিষ্ট স্থানে পাসপোর্ট সাইজের ছবিসহ)।
◾রেজিস্ট্রেশন কার্ড।
◾সর্বশেষ পরীক্ষার প্রবেশপত্র।
*নির্ধারিত ফরমটি পূরণ করে, নিজের ছবিসহ কলেজ অধ্যক্ষের সীল ও স্বাক্ষর নিবেন।
👉Nu student login ওয়েবসাইটে যেয়ে student registration এ ক্লিক করে রেজিষ্ট্রেশন করে নিন। এরপর প্রয়োজনীয় তথ্য দিয়ে একাউন্ট আপডেট করে নিন।
👉এরপরঃ এক্সামিনেশন সার্ভিস থেকে ট্রান্সক্রিপ্ট/মার্কশীট/সনদ বা দুটোই সিলেক্ট করে, নির্ধারিত ফরম, রেজিষ্ট্রেশন কার্ড, সর্বশেষ এডমিট কার্ড স্ক্যান করে পিডিএফ আপলোড করবেন।
এরপর ফি পেমেন্ট করার অপশন পাবেন। অতঃপর অনলাইন আবেদন কম্পিলিট।
✔️আবেদন করার ৭-৩০ দিনের মধ্যে ড্যাশবোর্ডে প্রিন্ট অপশন হবে। এরপর জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিস, গাজীপুরে গিয়ে কাগজপত্র নিয়ে আসবেন।
*মার্কশীট/ট্রান্সক্রিপ্ট ও সাময়িক সনদ হাতে পাওয়ার পর মূল সার্টিফিকেট এর জন্য একই পদ্ধতিতে আবেদন করতে হবে।
একটি মন্তব্য পোস্ট করুন
Thanks