গতকাল জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি স্যারের টক শো এর হট কিছু লাইন!
🔥নেক্সট জুলাই থেকে নতুন একটি আইসিটি সাবজেক্ট থাকবে প্রতি সেশনের। এমন ১টি সাবজেক্ট যা প্রতি বর্ষেই আছে সেটা বাদ হয়ে যাবে।
🔖সিলেবাস রেডি আছে।
👉কনসেন্সট্রেট করবো ক্লাউড ফান্ডিং, সাইবার সিকিউরিটি, ফ্রিল্যান্সিং, ওয়েবডিজাইনিং, গ্রাফিক ডিজাইন।
🔥কলেজের গভর্নিং বডি হবে রাজনৈতিক মুক্ত।
🧭কোনো শিক্ষক বা প্রিন্সিপালের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে সেটা জাতীয় বিশ্ববিদ্যালয়ে জানালে জাতীয় বিশ্ববিদ্যালয়ে সেটা আমলে নিবে।
📮জাতীয় বিশ্ববিদ্যালয়কে আপনারা আগে যেভাবে দেখেছেন এখন সেটা ভুলে যেতে হবে।
✍️আগে যে পরীক্ষা পদ্ধতি ছিল সে পরীক্ষা পদ্ধতি পরিবর্তন হতে যাচ্ছে। একটু পড়াশোনা করে কিন্তু পাশ হতে হবে। একথা একদম ভ্যারি ক্লিয়ার স্টুডেন্টদের উদ্দেশ্যে আমি বলছি পড়াশোনা করতে হবে পাশ করার জন্য।
🧾সিলেবাসে পরিবর্তন আসছে এবং এই বছর (জুলাই সেশন) পরিবর্তনটা আসছে।
⌛শিক্ষক যারা আছেন, প্রিন্সিপাল যারা আছেন তাদের উদ্দেশ্য বলছি, যে অবস্থা আগে ছিল সে অবস্থা ভুলে যান। কলেজ মনিটরিং শক্ত হচ্ছে, কলেজে অডিটিং হবে।
ছোট করে সারাংশ বলে দেই,
👉চট্টগ্রামের ভাষায় বলে "বাইয়্যে অনেক দিন হাইও(খাইও) আঁর নঁ হাইও"।
ক্লাস করা বাধ্যতমূলক, সিলেবাস পরিবর্তন হবে সুতরাং পড়তে বসা ছাড়া উপায় নাই, নতুন বই-সিলেবাসে প্রশ্ন রিপিটের আশা রাখবেন না।🥱
" ক্লাস করা নিয়ে যাদের আপত্তি অভিযোগ আছে তারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে গিয়ে লাইন ধরেন,এখানে ঠেলাঠেলি করবেন না"।🙂
© জাতীয় বিশ্ববিদ্যালয়
একটি মন্তব্য পোস্ট করুন
Thanks