লিবিয়া হয়ে ইতালি যাওয়ার পথে ঘটনা - Libiya go Italy History

 লিবিয়া হয়ে ইতালি যাওয়ার পথটি যে কতটা ভয়ঙ্কর তা এই পথে পা বাড়ানোর আগে কেউ একটুও অনুমান করতে পারে না,,লিবিয়া পৌছানোর সাথে সাথেই পুলিশের হাতে ধরা পড়া সেখান থেকে মাফিয়ার হাতে চলে যাওয়া,একবার মাফিয়ার হাতে ধরা পড়লে সেখানে ১৫ লাখ থেকে শুরু করে ২০/৩০ লক্ষ টাকা পর্যন্ত তাদের দিতে হয় নয়ত এক নির্মম নির্যাতনের শিকার হতে হয় আর এই নির্যাতনে স্বীকার হয়ে অনেক মৃত্যুর ঘটনাও ঘটে যায়।


এ সকল ঝুকি নিয়েই লিবিয়ায় অবস্থান করতে হয়।

দীর্ঘদিন অবস্থান করার কারনে ময়লা বিছানায় শুয়ে শুয়ে ময়লা কম্বল,জামা কাপড় গায় দেওয়ার কারনে শরীরে চুলকানি সহ ঘাঁ পাচড়া হয়ে শরীর ক্ষত-বিক্ষত হয়ে যায় সাথে খাবার ও পানির কষ্ট তো থাকেই।


সব মিলিয়ে জীবনে এক গভীর সংকট তৈরি হয় যেটা কাউকে বলে বুঝানো যায় না,এই বুঝি কালা বুশ (পুলিশ) চলে এলো,এই বুঝি মাফিয়া চলে এলো সে এক অদ্ভুত দুঃশ্চিন্তা, তাই সব মিলিয়ে ভূমধ্যসাগরে (জোয়ারা) দিয়ে প্রায় ৩৫০ থেকে ৫৫০ কিলোমিটার আর (বেনগাজি) দিয়ে প্রায় ১০০০/ ১২০০ কিলোমিটার জলপথে ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক শতভাগ জীবনের ঝুকি নিয়েই পাড়ি দিতে হয় এ ছাড়া আর কিছুই করার থাকেনা।



এই সমুদ্র পথে জীবন আর মৃত্যু পরস্পরের সাথে এক কঠিন লড়াইয়ে আবর্তিত হয়,এই লড়াইয়ে হারজিত এর চুড়ান্ত ফায়সালা আল্লাহ তায়লার পক্ষ থেকেই নির্ধারিত হয় যার ফলাফল কখনো আমাদের কে আনন্দিত করে আবার কখনো এক গভীর শোক আমাদের সবার হৃদয় কে নাড়া দিয়ে যায়। 



ভাগ্য পরিবর্তনের আশায় ঘর ছাড়া মানুষগুলো নিরাপদে পৌছে যাক তার কাঙ্খিত গন্তব্যে

মহান আল্লাহ যেন আমাদের সহায় হোন,ছুম্মা আমিন। 




0 মন্তব্যসমূহ

Thanks

একটি মন্তব্য পোস্ট করুন

Thanks

Post a Comment (0)

নবীনতর পূর্বতন