ঢাকায় জমা ভিসার ভুয়া ফাইল ছাড়াতে ইতালির এমপিকে ঘুষের প্রস্তাব!
রোম থেকে দুই বাংলাদেশি ও ঢাকায় ইতালির দূতাবাসের তিন কর্মকর্তাকে গ্রেফতার করেছে ইতালির পুলিশ। ভিসা জালিয়াতি ও অর্থের বিনিময়ে ভিসা দেয়ার অভিযোগে তাদের গ্রেফতার করা হয়।
ইতালিতে বসবাসরত অবৈধ অভিবাসীদের বৈধকরণ কিংবা স্পন্সর ভিসা- সব ক্ষেত্রেই রয়েছে দালালদের দৌরাত্ম্য। তাদের খপ্পরে পড়ে বহু অর্থ হারিয়েছেন হাজার হাজার বাংলাদেশি। এবার দালাল চক্রের বিরুদ্ধে অভিযান শুরু করেছে দেশটির প্রশাসন।
স্থানীয় সময় মঙ্গলবার দুই বাংলাদেশি এবং ঢাকায় ইতালি দূতাবাসের তিন কর্মকর্তাকে গ্রেফতার করে ইতালির পুলিশ। তাদের মধ্যে দু’জনকে কারাগারে পাঠানো হয়েছে ও বাকি তিনজনকে করা হয়েছে গৃহবন্দি। তবে বিধান অনুযায়ী গ্রেফতারের আগে আদালতের অনুমতি নেয়া হয়।
প্রবাসী বাংলাদেশিরা বলছেন, দেশের সুনাম ক্ষুণ্ন হয় এমন কাজ থেকে সবারই বিরত থাকা উচিত
ইতালির সংবাদপত্র ‘সোলে ২৪’ জানায়, ইতালির বর্তমান সরকার দলীয় একজন এমপিকে বাংলাদেশি মুদ্রায় ২৫ কোটি টাকার ঘুষের প্রস্তাব দেয়া হয়েছিল, যাতে তিনি ঢাকায় জমাকৃত শত শত ভুয়া ফাইল যাচাই-বাছাই না করেই ছেড়ে দেয়ার নির্দেশনা দেন।
কিন্তু ওই এমপি তাদের প্রস্তাব প্রত্যাখ্যান করে নিজেই তদন্তের নির্দেশ দেন। পরবর্তীতে অপরাধীদের গ্রেফতার করা হয়। এই সংবাদে ইতালির রাজধানী রোমসহ বিভিন্ন প্রদেশে অবস্থানরত বাংলাদেশি ইমিগ্রেশন দালালরা আতঙ্কে দিন কাটাচ্ছে।
এদিকে, এই অভিযানে আরও বহু বাংলাদেশি গ্রেফতার হতে পারেন বলে ধারণা করা হচ্ছে
সংগ্রহ সময় নিউজ
একটি মন্তব্য পোস্ট করুন
Thanks