ফেব্রুয়ারি জুড়ে প্রেমের মৌসুম, কবে কোন দিবস?
‘শহর জুড়ে যেন প্রেমের মরসুম/ আলোতে মাখামাখি আমার গ্রিনরুম’— প্রাক্তন সিনেমার এ গান শুনেছেন হয়তো। ফেব্রুয়ারি মাস আসতেই শুরু হয়েছে প্রেমের মৌসুম। সপ্তাহখানেক বাদেই ভালোবাসার নানা দিবসে মেতে উঠবেন যুগলরা।
আরও পড়ুন- ভালোবাসা: হৃদয় না মস্তিষ্কের খেলা?
ফেব্রুয়ারিকে প্রেমের মাস বলা হয়। ভ্যালেন্টাইন্স সপ্তাহের কবে কোন বিশেষ দিন তা কি জানা আছে আপনার? চলুন এক ঝলকে দেখে নেওয়া যাক বিশেষ দিনগুলোর তালিকা-
rose
রোজ ডে (Rose Day)
গোলাপ দেওয়া-নেওয়ার দিবস দিয়েই শুরু হয় ভালোবাসার সপ্তাহের। ৭ ফেব্রুয়ারি উৎযাপন হয় রোজ ডে। প্রিয় মানুষটিকে পছন্দের রঙের গোলাপ তুলে দিন এই দিনে। তবে একের রঙের গোলাপের অর্থ কিন্তু একেকরকম। সেটি জেনে নিন আগে।
আরও পড়ুন- প্রমিস ডে আজ, কেন পালন করা হয় দিনটি?
প্রপোজ ডে (Propose Day)
কাউকে মন দিয়ে বসে আছেন কিন্তু এখনও তাকে জানাননি। তাহলে এই দিনটি কাজে লাগান। ৮ ফেব্রুয়ারি প্রপোজ ডে হিসাবে পালিত হয়।
chocolate
চকলেট ডে (Chocolate Day)
অনেকের কাছেই এই দিবসটি বেশ পছন্দের। রকমারি চকলেট প্রিয় মানুষকে উপহার দেওয়ার রীতি ৯ ফেব্রুয়ারি।
আরও পড়ুন- বিশ্বের বিভিন্ন ভাষায় ‘আমি তোমাকে ভালোবাসি’
টেডি ডে (Teddy Day)
নারীরা টেডি বিয়ার বা পুতুল পছন্দ করেন। অনেক পুরুষও সফট টয় বা টেডি পছন্দ করেন। ১০ ফেব্রুয়ারি টেডি ডে নামে পরিচিত। এই দিনে প্রিয়জনকে টেডি উপহার দিতে পারেন।
promise
প্রমিস ডে (Promise Day)
ভালোবাসা আর প্রতিশ্রুতি শব্দ দুটো শব্দ একে অপরের পরিপূরক। প্রিয় মানুষের সঙ্গে ১১ ফেব্রুয়ারি অঙ্গীকারবদ্ধ হতে পারেন আপনিও।
হাগ ডে (Hug Day)
মনের মানুষকে জড়িয়ে ধরার দিন ১২ ফেব্রুয়ারি। হাগ ডে হিসাবে প্রচলিত এ দিন।
kiss
কিস ডে (Kiss Day)
প্রেমের সপ্তাহের এই দিনে সঙ্গীকে চুমু খেতে পারেন। অনেকের মতে, মুখে না বলা কথাও চুমুর মাধ্যমে ব্যক্ত করা যায়। ১৩ ফেব্রুয়ারি উৎযাপন হয় কিস ডে বা চুম্বন দিবস।
ভ্যালেন্টাইন্স ডে (Valentines Day)
মৌসুমের সবচেয়ে জনপ্রিয় দিবস এটি। বিশ্বজুড়ে ১৪ ফেব্রুয়ারি পালিত হয় ভ্যালেন্টাইন্স ডে। উপহার, প্রতিশ্রুতি সব কিছুর পাশাপাশি মনের মানুষকে ভালোবাসা বোঝানোর দিন এটি। এদিন ভালোবাসুন প্রাণ ভরে।
single
অ্যান্টি ভ্যালেন্টাইনস উইক (Anti Valentines Week)
ফেব্রুয়ারির ৭-১৪ তারিখ ভালোবাসায় মাখামাখি হয়ে থাকার সময়। তবে অনেকেই আছেন যারা 'প্রেম দিবস' পালনের বিরোধী। জানেন তাদের জন্য আছে 'অ্যান্টি ভ্যালেন্টাইন্স উইক'? শুনে অবাক হচ্ছেন? ভালোবাসার দিনগুলো নিয়ে সবাই যতটা আলোচনা করেন, প্রেম বিরোধী দিবসগুলো নিয়ে তেমন করেন না। তাই এগুলো অগোচরেই থেকে যায়।
প্রেম বিরোধী দিবসগুলোর কবে কী দিবস জেনে নিন-
স্ল্যাপ ডে (Slap Day): ১৫ ফেব্রুয়ারি
কিক ডে (Kick Day): ১৬ ফেব্রুয়ারি
পারফিউম ডে (Perfume Day): ১৭ ফেব্রুয়ারি
love
ফ্লার্ট ডে (Flirt Day): ১৮ ফেব্রুয়ারি
কনফেশন ডে (Confession Day): ১৯ ফেব্রুয়ারি
মিসিং ডে (Missing Day): ২০ ফেব্রুয়ারি
ব্রেকআপ ডে (Break Up Day): ২১ ফেব্রুয়ারি
এই দিবসগুলো সম্পর্কে কি জানা ছিল আপনার? সিঙ্গেল হোন কিংবা সম্পর্কে থাকুন পছন্দের দিবস উদযাপন করতে পারেন অনায়াসে।
Valentines Day 2025
ভালোবাসা দিবসের শুভেচ্ছা বার্তায় যা লিখবেন
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:১৮
ভ্যালেন্টাইন্স ডে মানেই ভালোবাসা।এই দিনে আপনি পারফেক্ট মেসেজ, হৃদয়গ্রাহী ছবি বা আপনার অনুভূতি প্রকাশ করার সৃজনশীল উপায় খুঁজছেন? তাহলে অবশ্যই পড়ুন এই প্রতিবেদন।
day
চলে এসেছে ভালোবাসার দিন। ১৪ ফেব্রুয়ারি হল এক এবং একমাত্র আপনার ভালোবাসা প্রকাশ করার এবং দেখানোর জন্য উপযুক্ত দিন। কিন্তু আপনি কি জানেন যে ভ্যালেন্টাইন্স ডে-তে ভালোবাসা দেখানো এবং প্রকাশ করা ইতিহাস জুড়েই প্রচলিত আছে?
মধ্যযুগে ভ্যালেন্টাইন শুভেচ্ছা জনপ্রিয় ছিল। প্রাচীনতম পরিচিত ভ্যালেন্টাইন কবিতাটি ১৪১৫ সালে অর্লিন্সের ডিউক চার্লস তার স্ত্রীকে লিখেছিলেন, যখন তিনি অ্যাগিনকোর্টের যুদ্ধে পরাজিত হওয়ার পরে লন্ডনের টাওয়ারে বন্দি ছিলেন। কবিতাটি এখনও বিদ্যমান এবং ইংল্যান্ডের লন্ডনে ব্রিটিশ লাইব্রেরির পাণ্ডুলিপি
এটাও বলা হয় যে রাজা হেনরি পঞ্চম জন লিডগেট নামে একজন লেখককে ভ্যালয়েসের ক্যাথরিনের কাছে একটি ভ্যালেন্টাইন নোট রচনা করার জন্য নিয়োগ করেছিলেন। এটি আপনার বিশেষ কাউকে নিখুঁত ভ্যালেন্টাইন্স ডে বার্তা পাঠাতে অনুপ্রেরণা হিসেবে কাজ করে
একটি মন্তব্য পোস্ট করুন
Thanks