মেয়াদ শেষে মিনিট-ডাটা পরবর্তী প্যাকেজে যুক্ত করতে আইনি নোটিশ

 মেয়াদ শেষে মিনিট-ডাটা পরবর্তী প্যাকেজে যুক্ত করতে আইনি নোটিশ

অপারেটর কোম্পানিদের এবং সংশ্লিষ্ট সরকারি দপ্তর প্রধানদের আইনি নোটিশ পাঠানো হয়েছে। 


মোবাইল অপারেটরদের রিচার্জ কার্ড/ সংগৃহীত
ট্রিবিউন ডেস্কট্রিবিউন ডেস্ক
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৫, ১২:৪৫ পিএমআপডেট : ১৪ জানুয়ারি ২০২৫, ১২:৫০ পিএম
মেয়াদ শেষে অবশিষ্ট ইন্টারনেট ডাটা, মিনিট ও এসএমএস পরবর্তী প্যাকেজে যুক্ত করতে সংশ্লিষ্ট সরকারি দপ্তর প্রধানদের এবং অপারেটর কোম্পানিদের আইনি নোটিশ পাঠানো হয়েছে। ডাক ও টেলিযোগাযোগ সচিব, বিটিআরসির চেয়ারম্যান, গ্রামীণফোন, রবি আজিয়াটা লিমিটেড, বাংলালিংক লিমিটেড এবং টেলিটক বাংলাদেশ লিমিটেড বরাবর এ নোটিশ পাঠানো হয়।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। 

এর আগে গতকাল সোমবার (১৩ জানুয়ারি) দেওয়া এ নোটিশটি পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে এ বিষয়ে পদক্ষেপ নিতে বলা হয়েছে। অন্যথায় হাইকোর্টে রিট দায়ের করা হবে বলেও জানিয়েছেন আইনজীবী মিজানুর রহমান।

গত সোমবার দেওয়া নোটিশে বলা হয়, বর্তমানে গ্রামীণফোন, রবি, বাংলালিংক ও টেলিটকের মোবাইল ব্যবহারকারীরা প্যাকেজের সময়সীমা শেষ হওয়ার আগেই আবার মিনিট ও ডাটা প্যাকেজ না কিনে রাখলে সময়সীমা শেষ হওয়ার পর অব্যবহৃত মিনিট ও ডাটা আর ব্যবহার করতে পারেন না।

বিশ্বের অধিকাংশ দেশে মোবাইল ডাটা প্যাক, মিনিট ও এসএমএস ব্যবহারের সুযোগ থাকলেও বাংলাদেশে নেই। ফলে মোবাইল ফোন ব্যবহারকারীরা নানা রকম ভোগান্তির শিকার হচ্ছেন। অবশিষ্ট মোবাইল ইন্টারনেট ডাটা প্যাক, মিনিট ও এসএমএস সেবায় এ সুবিধা দিতে অবিলম্বে কার্যকর ব্যবস্থা নিতে হবে। 

বর্তমানে, গ্রামীণফোন, রবি, বাংলালিংক ও টেলিটকের মোবাইল ব্যবহারকারীরা প্যাকেজের সময়সীমা শেষ হওয়ার পর অব্যবহৃত মিনিট ও ডাটা আর ব্যবহার করতে পারেন না। প্যাকেজের সময়সীমা শেষ হওয়ার আগেই আবার মিনিট ও ডাটা প্যাকেজ কিনতে হয়।

0 মন্তব্যসমূহ

Thanks

একটি মন্তব্য পোস্ট করুন

Thanks

Post a Comment (0)

নবীনতর পূর্বতন