Tamim Iqbal today

 তামিম ইকবাল এতদিন অপেক্ষা করে আজকেই অবসরের ঘোষণা কেন দিল জানেন? তাহলে শুনুন:-

তামিমের অভিমানটা ক্রিকেটীয় মানুষের সাথে শুরু হলেও তার মুল অভিমানটা দেশের মানুষের উপর। যখন তার উপর বোর্ড কর্তৃক অন্যায় করা হয় তখন সে কষ্ট পায় এবং ভাবে অন্তত দেশের মানুষের কাছ থেকে সে সাপোর্ট পাবে। কারণ দেশের সর্বকালের সেরা এই ওপেনার তো দেশের ক্রিকেটকে কম দেননি। সে আমাদের থেকে এতটুকু সাপোর্ট তো আসা করতেই পারেন। কিন্তু আমরা তাকে কি দিলাম? ডট বাবা, নাটক বাজ ইত্যাদি নাম?

তবুও মানুষ যখন তাকে চ্যাম্পিয়নস ট্রফিতে দেখতে চেয়েছিল সে সময় নিয়েছিল বিসিবির কাছ থেকে। সে মনে করেছিল দেশের মানুষ তাকে এখনো ভালোবাসে। হয়তোবা চ্যাম্পিয়নস ট্রফিতে খেলতেনও তিনি। কিন্তু গতকাল অ্যালেক্স হেলস এর সাথে ঐ ঘটনার পর মানুষ তামিমকে যেভাবে ট্রল করেছে, কার অপরাধ ছিল সেটা বিবেচনা না করেই তামিম কে যেভাবে দোষী করা হয়েছে তাতে তামিমের বোঝা হয়ে গেছে এই দেশের মানুষ তাকে কতটা ভালবাসে। এটাও বোঝা হয়ে গেছে চ্যাম্পিয়নস ট্রফিতে খারাপ পারফরম্যান্স করলে তার সাথে কি হতে পারে। তাই তামিম আজকে তার সোনালী আন্তর্জাতিক ক্যারিয়ারকে বিদায় জানালেন আর তার সন্তান কে বলে গেলেন "বড় হলে বাবাকে বুঝতে পারবি"।


এটা সেই তামিম যে লর্ডস এর মাটিতে বিশ্বকে আঙ্গুল দিয়ে দেখিয়ে ছিল বাংলাদেশীরাও

পারে।


Tamim Iqbal 



0 মন্তব্যসমূহ

Thanks

একটি মন্তব্য পোস্ট করুন

Thanks

Post a Comment (0)

নবীনতর পূর্বতন