মাদারীপুরে খাদ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা
আলী ইমাম মজুমদার বলেছেন, খাদ্যবান্ধব কর্মসূচিতে আগামী দুই মাস দেশের ৫০ লাখ উপকারভোগীরা মাত্র ১৫ টাকা কেজিতে পাবে ৩০ কেজি চাল।
Ads
সোমবার (১৩ জানুয়ারি) সকালে মাদারীপুর সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি। এ সময় মাদারীপুর জেলা প্রশাসক মোছা. ইয়াসমিন আক্তার,পুলিশ সুপার মো. সাইফুজ্জামানসহ জেলার অন্যান্য কর্মকর্তারা।
Ad
এসময় খাদ্য উপদেষ্টা বলেন, ওএমএস-এর সুবিধা বাড়ানোর চিন্তা করা হচ্ছে। এরই মধ্যে প্রতি উপজেলায় ২ টন করে চাল দেয়া হয়েছে।
খাদ্যবান্ধব কর্মসূচিতে আগামী দুই মাস দেশের ৫০ লাখ উপকারভোগীরা মাত্র ১৫ টাকা কেজিতে ৩০ কেজি করে চাল পাবেন।
একটি মন্তব্য পোস্ট করুন
Thanks