আলহামদুলিল্লাহর
রজব মাসের চাঁদ দেখা গেছে।
এমাসের ২৭ জানুয়ারিতে পবিত্র শবে মেরাজ।
ডিবিছি টিভি চ্যানেল খবর পাওয়া যায়।১ লা জানুয়ারি ২০২৫
মেরাজের ঘটনা
মুসলমানদের পবিত্র রাত্র, এ রাত্রে হযরত মোহাম্মদ (সা.) বায়তুল থেকে আসমানে বুরাকে করে ভ্রমণ করেন। প্রথম আসমান থেকে সপ্তম আসমানে যান।
আল্লাহর সাথে সরাসরি সাক্ষাৎ করেন। ওইসময় পাঁচ ওয়াক্ত নামাজ মুসলিম উম্মাহর জন্য নিয়ে আসেন তাহা আদায় করা ফরজ।
মেরাজের ঘটনা খুব গুরুত্বপূর্ণ ঘটনা। মুসলিম
উম্মাহর ইমান দৃঢ়তা হয়।আল্লাহর প্রতি ভালবাসা আর শ্রদ্ধা আরও বেড়ে যায়।
এই রাত্রি নামজ দেওয়া ইবাদতের রাত্রি।
পাঁচ ওয়াক্ত নামাজ
মেরাজের রাত্রে আল্লাহ রাসূল (সা.) কে নামাজের নির্দেশ দেন। প্রথম ৫০ ওয়াক্ত নামাজ ফরজ করা হয়েছিল। পরে রাসূল ( সা.) প্রাথনা আল্লাহ নামাজের সংখ্যা কমিয়ে দেন। ৫ ওয়াক্ত করে দেন যাহা ৫০ ওয়াক্তর সমান হবে।
নবীদের সাথে সাক্ষাৎ
রাসূল (সা.) মেরাজের রাত্রে আসমানে প্রতিটি স্থানে বিভিন্ন নবীদের সাথে দেখা করান। তার উল্লেখযোগ্য নবী হযরত ইব্রাহিম (আ.), নবী মুসা (আ.), নবী ঈসা (আ.) এবং অন্যান্য নবীদের সাথে দেখা করেন।
একটি মন্তব্য পোস্ট করুন
Thanks