Duch-Bangla Bank Limited Agent banking internet service updated 5day

ডাচ বাংলা ব্যাংক ইন্টারনেট ব্যাংকিং 

নতুন আপডেটে এখন থেকে এজেন্ট ব্যাংকিং ব্যাবহার করিদের নেক্সাস পে এ্যাপ পাশাপাশি ডাস বাংলা ব্যাংকের ওয়েবসাইট গিয়ে ইন্টারনেট ব্যাংক রেজিষ্ট্রেশন করে ব্যবহার করিতে পারবে। 



   রেজিষ্ট্রেশন প্রকিয়া



ডাচ বাংলা ওয়েবসাইট গিয়ে ইন্টারনেট ব্যাংকিং ক্লিক 
করে লগইন অপশন আসবে।
তার নিচে দেখবেন রেজিষ্ট্রেশন সেইখানে ক্লিক
১, ১৩ ডিজিট একাউন্ট নাম্বার 
২, একাউন্ট যে ইমেইল দেওয়া সেটা দিন
৩, জন্মতারিখ সেট করুন যেটা ব্যাংকিং দেওয়া।
৪, আই এগ্রি ক্লিক করে কন্টিনিউ



যদি ইরোর আসে তির চিহ্ন ইমেইল আইডি ওইখানে ক্লিক হেয়ার অখানে ক্লিক করেন।


ইমেইল রেজিষ্ট্রেশন আসার পর
দেখতে পারতাছেন বাংলাদেশে বসবাস হলে বাংলাদেশ আর অন্য রাষ্ট্র হলে পরে অপশন। 
যেহেতু আমারা বাংলাদেশি আছি তারা বাংলাদেশ সিলেট করুন।  নিচের দিকে ফরম ইমেইল আপডেট এর জন্য ভ্যালিট ইমেইল  প্রথম দুই শূন্য স্থানে দিন।
লাস্ট শূন্য স্থানে দেখে দেখে কোডগুল লিখে দিন।

তার পর কার্ড নাম ও কার্ড নাম্বার শেষে কার্ডের পিন দিন এবং আপনার একাউন্ট যেই নাম্বার দেওয়া সেই নাম্বারে কোড আসবে সেই কোড দিয়ে সাবমিট দিলে ইমেইল সেট হবে।

এর পরে রেজিষ্ট্রেশন।  ইমেল লিংক, ক্লিক করে পাসওয়ার্ড সেট আপ।  এর পরে লগইন 

0 মন্তব্যসমূহ

Thanks

একটি মন্তব্য পোস্ট করুন

Thanks

Post a Comment (0)

নবীনতর পূর্বতন