মাদারীপুর জুট মিল বকেয়া পাওনা ৫০ কোটি - Madaripur

 মাদারীপুর এ.আর,হাওলাদার শ্রমিক 

এ. আর, হাওলাদার জুট মিলের শ্রমিকদের সমূদয় বকেয়া পাওনা অবিলম্বে পরিশোধ করার দাবীতে মাদারীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বিক্ষোভ, মানববন্ধন ও স্মারকলিপি পেশ করে বকেয়া পাওনা বঞ্চিত শ্রমিও পরিবারবর্গ।


দুনিয়ায় মজদুর এক হও!

এ,আর, হাওলাদার জুট মিলের শ্রমিকদের সমুদয় বকেয়া পাওনাদি অবিলম্বে পরিশোধ কর
বকেয়া পাওনা বঞ্চিত ও পরিবারবর্গ। 

মাদারীপুরে এ আর হাওলাদার জুট মিল শ্রমিকদের বকেয়া ৫০ কোটি টাকা আদায়ের দাবিতে মানববন্ধন করেছেন ক্ষতিগ্রস্ত শ্রমিকরা ও তাদের পরিবারের সদস্যরা।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করেন তারা। পরে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন।

 মানববন্ধনে তারা অভিযোগ করে বলেন, শ্রমিকদের পাওনা না দিয়ে ১৯৯১ সালে বন্ধ করে দেয়া হয় মাদারীপুর শহরের ইটেরপুল এলাকার এ আর হাওলাদার জুট মিল। এ সময় মালিকপক্ষ মিলের সব মালামাল সরিয়ে নেয়। এতে কয়েকশত শ্রমিক বেকার হয়ে মানবেতর জীবনযাপন করছেন।
 
তারা বলেন, এরপর পাওনা আদায়ে একাধিক মামলা করেন শ্রমিকরা। যা উচ্চ আদালতেও শ্রমিকদের পক্ষে রায় হয়। শ্রমিকদের পাওনা ৫০ কোটি টাকা প্রদান করতে মালিকপক্ষকে নির্দেশ দেন আদালত। কিন্তু দীর্ঘদিনেও শ্রমিকদের প্রাপ্য অর্থ এখনও প্রদান করা হয়নি বলে অভিযোগ শ্রমিক ও তাদের পরিবারের সদস্যদের।
 
মানববন্ধনে বক্তব্য রাখেন জাতীয় শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক শামীম ইমাম, জাতীয় শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় নেতা আব্দুল্লাহ আল কাফি রতন, বাংলাদেশ সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি আব্দুল আলীসহ অনেকেই।
সংগ্রহ সময় নিউজ 

0 মন্তব্যসমূহ

Thanks

একটি মন্তব্য পোস্ট করুন

Thanks

Post a Comment (0)

নবীনতর পূর্বতন