রচার্জ করিলে ১০০৳ দিতে হবে কর
গ্রাহকদের দীর্ঘদিন দাবি কুরেট ও ইন্টানেট প্যাকেজ দাম কমানো। তবে সরকার মুঠোফোন অতিরিক্ত কর আরোপ করতে যাচ্ছে
কর বাড়ানোর সিদ্ধান্ত
এইবার সরকার ৩ শতাংশ কর বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকার থেকে অনুমতি দেওয়া হয়েছে।
যেকোনো সময় প্রজ্ঞাপন জারি করিবে।।।
২০২৪-২৫ অর্থবছরের বাজেটে ফোন সেবায় ১৫ শতাংশ বাড়িয়ে ২০ শতাংশ করা হয়েছিল।
এখন সেটি আর বাড়িয়ে ২৩ শতাংশ শুল্ক বাড়াচ্ছে অন্তবর্তীকালিন সরকার।
সেই অনুযায়ী এখন ১০০৳ রিচার্জে শুল্ক ভ্যাট সারচার্জ দিতে হবে ২৮ দশমিক ১৳।
যার রেভিনিউ শেয়ার মিনিমাম ট্যাক্স দিতে হবে ৬ দশমিক ১৳। প্রেক্ষা কর
অর্থাৎ ১০০৳ রিচার্জে সবমিলিয়ে ৫৪ দশমিক ৬ টাকা।
অন্তর্বর্তী সরকার তা বাড়িয়ে ৩ শতাংশ করেছে
৩ শতাংশ বাড়লে সবমিলিয়ে হয় ৫৬ দশমিক ৩৳।
যার মধ্যে শুল্ক ভ্যাট সারচার্জ কাটবে ২৯ দশমিক ৮৳।
রেভিনিউ শেয়ার মিনিমাম ট্যাক্স কাটবে ৬ দশমিক ১৳।
পরেক্ষা কর কাটবে ২০ দশমিক ৪৳।
মোট কর দিয়ে কাটবে ৫৬ দশমিক ৩৳।
১০০৳ ব্যবহার করিতে পারবে গ্রাহক
৪৩.৭০ টাকা।
সরকার এই সিদ্ধান্ত আপনার মতামত কি???
ভাল হল, নাকি খারাপ।
একটি মন্তব্য পোস্ট করুন
Thanks