মাদারীপুরে ঘাস মারার ওষুধ খেয়ে স্কুল ছাত্রীর মৃত্যু


 


মাদারীপুরের ডাসারে ঘাস মারার ওষুধ খেয়ে নিতু সরকার(১৬) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। নিহত নিতু সরকার উপজেলার নবগ্রাম এলাকার শশিকর গ্রামের অসিম সরকারের মেয়ে।সে রাজৈর বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরিক্ষার্থী ছিল।

মঙ্গলবার(৩ ডিসেম্বর)দুপুরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

পুলিশ ও ভুক্তভোগী পরিবার সুত্রে জানাগেছে, স্কুলছাত্রী নিতু সরকার গত ২৭ নভেম্বর ব্যক্তিগত বিষয় নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে অভিমান করে ঘরে থাকা ঘাস মারার ওষুধ পান করে। পরে পরিবারের লোকজন তাকে ঢাকা হলি ফ্যামিলি হাসপাতালে ভর্তি করে। সেখানে তার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।


নিহতের প্রতিবেশী সেন্টু জানান, নিতু ঘাস মারার ওষুধ খেয়ে মারা গেছে। তার লাশ ঢাকা থেকে থানায় নিয়ে আসা হয়েছে।


এ ব্যাপারে ডাসার থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ মাহামুদ-উল-হাসান জানান, আমরা শুনেছি নিতু সরকার কীটনাশক খেয়ে মারা গেছে। তার লাশ উদ্ধার করা হয়েছে।


সংগ্রহ মৈত্রী মিডিয়া 

0 মন্তব্যসমূহ

Thanks

একটি মন্তব্য পোস্ট করুন

Thanks

Post a Comment (0)

নবীনতর পূর্বতন