ঝুলন্ত মৃত্যু দেহ দেখা গেছে। পূর্ব চিরাইপাড়ায়


মাদারীপুর জেলা, ঝাউদি ইউনিয়ন, বনিকপাড়া প্রেম ব্রিজ  সংলগ্ন  লোকমান সরদারের ছোট ভাই  সোলায়মান সরদারে  চাচা মোঃ মিজান সরদার কে গলায় শেকল  ঝুলন্ত অবস্থায় মৃত দেহ পাওয়া গেছে। 

দেখা যায় আমাগাছে সাথে ঝুলন্ত,গলায় নতুন শেকল ও নতুন তালা পেঁচিয়ে ঝুলন্ত। পূর্ব চিরাইপাড়া ভাঙ্গনের ব্রিজ এর দক্ষিণ দিকে প্রথম পুকুরে ঘের এর পরের ঘের  এর কাছে।লোকে বলা বলি করে এটা ফাস হবেনা, পরিকল্পিত হত্যা হবে। 

পুলিশ 


এসে আমগাছ থেকে নামিয়ে ফাইল লিখতেছে।


মাদারীপুর মৈত্রী মিডিয়া থেকে সংগ্রহ 

মাদারীপুরে গলায় শিকলে বাঁধা ঝুলন্ত লাশ উদ্ধার 


মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের পূর্ব চিড়াইপাড়া গ্রামে আম গাছের সাথে শিকল পড়া অবস্থায় মিজান সরদার(৫০) নামে এক কৃষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে মাদারীপুর সদর থানা পুলিশ। শনিবার সকালে সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের আলমগীর মাতুব্বরের মাছের ঘের থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত মিজান সরদার (৫০) সদর উপজেলার ঝাউদী ইউনিয়নের বনিকপাড়া গ্রামের মৃত আবু আলী সরদারের ছেলে। 

স্বজন ও এলাকাবাসী জানান - রাত ১০ টার সময় আমার ভাই মিজান সরদার বাড়ি থেকে বের হয়ে টুবিয়া বাজার সংলগ্ন সোলাইমান মাতুব্বরের বাড়িতে ওয়াজ মাহফিলে যায় ওয়াজ শেষে রাতে আর বাড়িতে ফিরে আসেনি। সকাল ১১ টার সময় এক শিশু আলমগীর মাতুব্বরের মাছের ঘেরের কাছ দিয়ে যাওয়ার সময় আম গাছের সাথে শিকল পড়া অবস্থায় লাশ দেখতে পেয়ে চিৎকার চেচামেচি করলে আশপাশের লোকজন ছুটে এসে মাদারীপুর সদর থানায় খবর দেয়। এরপর পুলিশ এসে লাশটি গাছ থেকে নামিয়ে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে যায়। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন মাদারীপুর সদর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ মামুন।

2 মন্তব্যসমূহ

Thanks

একটি মন্তব্য পোস্ট করুন

Thanks

Post a Comment

নবীনতর পূর্বতন