হাসি খেলা বেড়েওঠা দিনগুলো


 মনে পরে এইদিনগুলো 

মুক্ত বাতাসে ঘুড়ী উড়িয়ে, ঘুড়ীর নাল কেটেগেলে

কি দৌড়াদৌড়ি। মনে পরে সাত ছাড়া খেলা, হাড়ি ভাঙা, কুতকুত খেলা। মনে পরে রাস্তায় গাড়ির  চাকা নিয়ে ভৌ-দৌড়। মনে পরে চোরপুলিশ,মারবেল খেলা।মনে পরে সুপারি গাছের খোল পাতায় বসা।

আজ মনে পরে গেল সেইদিনগুল


হাসি খেলার দিনগুলো আজ হারিয়েছে। যেদিন যাই সেদিন ভাল যায়।ভাল থাকবেন সবাই।



ছোটবেলার দিন ছিল হাসি মাখা দিন

0 মন্তব্যসমূহ

Thanks

একটি মন্তব্য পোস্ট করুন

Thanks

Post a Comment (0)

নবীনতর পূর্বতন