ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি
সারা বাংলাদেশে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম চলছে। যাদের জন্ম ০১ জানুয়ারীতে ২০০০৭ বা তার পূর্বে এবং বিগত হালনাগাদে বাদ পরেছেন বা অন্য যেকোনো কারণে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করতো পারেননি; তারা আগামী ৩১ ডিসেম্বর ২০২৪ তারিখের মধ্যে সংশ্লিষ্ট উপজেলা / থানা নির্বাচন অফিসে গিয়ে ভোটার হতে পারেন।
ভোটার হতে যেসব কাগজ পত্র লাগবে
১, ১৭ ডিজিটের অনলাইন জন্মনিবান্ধন কপি।
২, জাতীয়তা/ নাগরিকত্ব সনদের কপি
৩, নিকট আত্নীয় ( পিতা-মাতা,ভাই বনের) জাতীয় পরিচয় পত্রের কপি।
৪, এস এসসি/ দাখিল/ সমমান অথবা অষ্টম শ্রেণি পাশের সনদের কপি ( প্রযোজ্য ক্ষেত্রে)।
৫, ইউটিলিটি বিলের কপি ( বিদ্যুৎ / গ্যাস/ পানি /চৌকিদারি ট্যাক্স রশিদের কপি।
মনে রাখবেনঃ একাধিকবার ভোটার হওয়া আইনত দন্ডনীয় অপরাধ। কেহ একাধিকবার ভোটার হলে,আঙ্গুলের ছাপের মাধ্যমে সহজেই সনাক্ত করা যায়।
একটি মন্তব্য পোস্ট করুন
Thanks