2024 আমি মজাদার স্বপ্ন দেখি

 

আজ আমি একটা মজাদার স্বপ্ন দেখি 

স্বপ্ন ঘুম ভাংতে মোবাইল চালু করে দেখি সময় ৩:৪০মিনিট।  

স্বপ্ন হলে। আমি দেখি

দেখি আমাদের ঘড়ের পিছনে বড় পুকুর সেই উত্তর পান্নায় এক ঝোপ বাঁশের ঝার। আমি যখন দুপুরে, পুকুরের পূর্ব উত্তর কোনায় বাঁশ ঝারের পাসে দেখি একটা মেয়ে আমার ছোট হবে। আমি দেখে জিজ্ঞেস করি, আপনি এখানে একা কেন, আপনাকে সয়তানে ধরবে। 

মুহুর্তে দেখি সে বলে আমারেতো সয়তানে ধরেছে তুই দেখস না, দেখি সে শূন্যে। ইতিমধ্যো আমাকে শূন্যে উঠাচ্ছে তার কাছে। ওমনি আমি বিসমিল্লাহ সহকারে কুলহু আল্লাহ সূরা পরে ফু দেই।দেখি নিচে পরে বিছানায়। তার পর মোবাই চালু করে দেখি সময়।

আমার অন্য সূরা মনে আসলো না। আয়াতুল কুরসি 

0 মন্তব্যসমূহ

Thanks

একটি মন্তব্য পোস্ট করুন

Thanks

Post a Comment (0)

নবীনতর পূর্বতন